আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,001 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
আসসালামু আলাইকুম।

১) কোন নারী যদি বাসায় শার্ট ,জিন্স প্যান্ট ,টি শার্ট পরতে চায়, তাহলে কি সেটা পুরুষের অনুরুপ হবে? হারাম হয়ে যাবে?
২)তামাক-জর্দা খাওয়ার বিধান কি? তামাক-জর্দা খেয়ে কি সালাত হবে? কেউ বলে ৪০ দিন সালাত হবে না। এটা কি সত্য?

৩) মাহরামদের সামনে শাড়ি পরার বিধান কি?

৪) ধরুন একটি মেয়ের বাবা নেই। এই অবস্থায় একটি ছেলে তাকে সিরিয়াসলি মুখে বিয়ের প্রস্তাব দিল। আর মেয়ে সেটা কবুল করল। কিন্তু তারা দুইজন ছাড়া আর কোন স্বাক্ষী ছিল না।এমন অবস্থায় কি তাদের বিয়ে হয়ে যাবে? তারা কি একসাথে থাকতে পারবে?

৫) কুরআন খতমের কি বিশেষ নিয়ম আছে? যেমন ৩০ পারায় শেষ কয়েকটি সূরার পর তাকবীর পড়া, খতম করে খতমের দুআ পড়া ইত্যাদি।

৬) কুরআনে সিজদা গুলো খতম করে একসাথে দিলে হবে? আর রুকু দিতে হবে? দিতে হলে কিভাবে দেওয়া যায় রুকু।

জাযাকাল্লহু খাইরন

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) নারীদের জন্য শার্ট,প্যান্ট,টি-শার্ট, জিন্স ইত্যাদি পরিধান করা নাজায়েয ও হারাম। কেননা এটা পুরুষদের সাদৃশ্য গ্রহণ এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বলে ধরে নেয়া হবে।
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ : ( ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﺑِﺎﻟﻨِّﺴَﺎﺀِ ، ﻭَﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬَﺎﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺑِﺎﻟﺮِّﺟَﺎﻝِ ) .
তরজমাঃহযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,নবীজী সাঃ মহিলার সাদৃশ্য গ্রহণকারী পুরুষ ও পুরুষের সাদৃশ্য গ্রহণকারী মহিলার উপর লা'নত দিয়েছেন।(সহীহ বুখারী-৫৪২৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 3405 

তবে একাকি বাসায় বা স্বামীর সামনে পরিধান করার সুযোগ থাকবে। তাছাড়া ঘরের অন্যান্য কারো সামনে এমনকি বুঝদার শিশু বা মাহরাম কোনো পুরুষের সামনেও এ পোষাক পরিধান করে যাওয়া যাবে না।

দারুল উলূম ওয়াকফ দেওবন্দ থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে,
Ref. No. 2485/45-3835
بسم اللہ الرحمن الرحیم:۔ اگر عورت اپنے گھر میں تنہائی میں یا شوہر کے سامنے پینٹ شرٹ پہنتی ہے تو اس کی گنجائش ہے، لیکن دیگر محارم اور بچوں کے سامنے ایسا لباس پہننا جائز نہیں جس سے جسم کی ساخت نمایاں ہوتی ہو۔شریعت نے عورت کے لیے لباس تو متعین نہیں کیا، البتہ اس کے اصول متعین کردیے ہیں،

দারুল উলুম বিন্নুরী টাউন মাদরাসার দারুল ইফতা থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে,
 عورت کے لیے اپنے شوہر کے سامنے جب میاں بیوی کے علاوہ کوئی اور موجود نہ ہو  پینٹ شرٹ یا کوئی بھی لباس پہننے کی گنجائش ہے، تاہم پینٹ شرٹ چوں کہ صلحا اور نیک لوگوں کا لباس نہیں ہے اس لیے اس سے بہر صورت اجتناب کرنا چاہیے۔ فقط واللہ اعلم
فتوی نمبر : 144012200481
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

(২)শারিরিক ক্ষতিকর জিনিষ খাওয়া হারাম।দুর্গন্ধযুক্ত জিনিষ আহার করা মাকরুহে তানযিহি।হাদীসে বর্ণিত নিষিদ্ধ সুকর বা নেশার অর্থ হচ্ছে এমন জিনিষ যা খেলে ব্রেইন আউট বা স্বৃথী শক্তিতে পরিবর্তন ঘটে।শারিরিক ক্ষতি হবে না সেই পরিমাণ পান চুন-জর্দা সহ খাওয়ার অনুমতি রয়েছে।তবে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা কতইনা উত্তম। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৮/৩৮০-৪০৮)
(৩) ফিতনার আশংকা না থাকলে মাহরামদের সামনে শাড়ী পড়া জায়েয। তবে সতর ঢেকে রাখতে হবে। 
(৪) বিয়ের জন্য দুইজন সাক্ষী প্রয়োজন। দুইজন সাক্ষী ব্যতীত বিয়ে হবে না। 
(৫) তিন দিনের কম সময়ে কুরআন খতম করা  এবং ৪০ দিনের বেশী সময় কুরআন খতম ব্যতীত অতিবাহিত করা  সাধারণত অনুচিত। বিস্তারিত জানতে ভিজিট করুন- 12066 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...