আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
255 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)

আমার নানুর বয়স ৬৫ ।  নানুর বিয়ে হয় ১৩ বছর বয়সে।  আমার নানা তখন নানুর মোহরানা ধার্য করে ১৫০ টাকা।  এই মোহরানা টা আজ পর্যন্ত দেয় নাই৷  

নানু এখন নানার কাছে মোহরানা খুজলে নানা এই সময়কার ১৫০ টাকা দিতে চায়।  কিন্তু নানু নেয় না।  নানুর বলতে চায় তখন কার অর্থের মূল্য অনুসারে হিসেব করে এখন দিতে হবে।  

নানা বলে এটা সুদ হবে৷  ১৫০ টাকাই এখন দিলে আদায় হয়ে যাবে।  

আমার প্রশ্ন হচ্চে,  তখনকার ১৫০ টাকা এখন ১৫০ টাকা দিলেই হবে নাকি অর্থের সময়মূল্য হিসেব করে আদায় করতে হবে ?

1 Answer

0 votes
by (660 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

উত্তর-

প্রশ্নোল্লিখিত অবস্থায় আপনার নানা যে মুদ্রা দ্বারা মহর ধার্য করেছিলেন তা পরবর্তীতে যেহেতু অচল হয়ে গেছে এবং নতুন মূল্যমানের নতুন মুদ্রা চালু হয়েছে তাই এখনআপনার নানা তার স্ত্রীর (আপনার নানীন) মহর বর্তমান মূল্য হিসেবে আদায় করবে। অর্থাৎ মহর ধার্য করার সময় ১৫০ টাকা দিয়ে যতটুকু রূপা পাওয়া যেত ততটুকু রূপা বা তার বর্তমান বাজারমূল্য পরিশোধ করে দিবে। এছাড়া মার্কিন ডলারের হিসেবেও তা পরিশোধ করা যাবে। অর্থাৎ বিয়েকালীন সময়ে যে কয় ডলার পাওয়া যেত এখন তত ডলার বা তার সমমূল্যের টাকা প্রদান করেও মহর আদায় করতে পারবে। মোহর আদায়ের ক্ষেত্রে এই বিলম্ব অনুচিত। দ্রুত তা আদায় করা কর্তব্য।

সূত্র :  সুনানে আবু দাউদ, হাদীস : ৩৩৫৪; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৫১০; ফিকহুন নাওয়াযিল ৩/৩৬; তাবয়ীনুল হাকায়েক ২/৫৩৩; রদ্দুল মুহতার ৩/১০০

উত্তর প্রদান

মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান

ফাতওয়া বিভাগ, IOM

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...