আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
217 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
১৷ফরজ নামাযে সালাম ফিরানোর পর এবং সেজদায় বাংলায় দোয়া করা যাবে কী ?
২৷সুন্নত নামাযে বাংলায় দোয়া করা যাবে ?
৩৷মনে মনে ঝিকির করা যাবে মুখে উচ্চারণ না করে ?
৪৷ আমি সেহেরী খাওয়ার সময় ভুলে বেশি সময় খেয়ে ফেলি অর্থাৎ সেহেরীর শেষ সময় ছিলো 3:47 আমি 3:56 পর্যন্ত খেয়ে ফেলি অনিচ্ছাকৃতভাবে এতে কী আমার রোজা হবে ?
৫৷ রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কী রোজা হালকা হয়ে যাবে ?
৬৷ অর্থ মন্ত্রণালয় এর চাকরি কী হালাল ?
৭৷ মহিলাদের আওয়াল ওয়াক্তের নামায কখন ? যেমন মাগরিবের নামাযের সময় ৬:৪৪ থেকে ৮:০৮ পর্যন্ত এর মধ্যে যেকোনো সময় ই কী নামাযে বেশি সওয়াব নাকি আওয়াল ওয়াক্ত ।
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_210526_200014_294.sdoc-->

৮| বিয়ের ক্ষেত্রে পাত্রের কোন কোন দিকগুলো দেখা সবচে প্রয়োজনীয় হাদিস অনুযায়ী ? আর সুন্নাতী বিয়ে কেমন হওয়া উচিত যা সম্পূর্ণ বিদআত মুক্ত।

1 Answer

0 votes
by (715,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
এবং হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত রয়েছে, 
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺯَﻭْﺝِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﺧْﺒَﺮَﺗْﻪُ ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﻳَﺪْﻋُﻮ ﻓِﻲ ﺍﻟﺼَّﻠَﺎﺓِ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺴِﻴﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﻤَﺎﺕِ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺄْﺛَﻢِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮَﻡِ ﻓَﻘَﺎﻝَ ﻟَﻪُ ﻗَﺎﺋِﻞٌ ﻣَﺎ ﺃَﻛْﺜَﺮَ ﻣَﺎ ﺗَﺴْﺘَﻌِﻴﺬُ ﻣِﻦَ ﺍﻟْﻤَﻐْﺮَﻡِ ﻓَﻘَﺎﻝَ ﺇِﻥَّ ﺍﻟﺮَّﺟُﻞَ ﺇِﺫَﺍ ﻏَﺮِﻡَ ﺣَﺪَّﺙَ ﻓَﻜَﺬَﺏَ ﻭَﻭَﻋَﺪَ ﻓَﺄَﺧْﻠَﻒَ
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাঃ নামাযে প্রায় এভাবে দু'আ করতেন।হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে,এবং দাজ্জালের ফিৎনা থেকে, জীবিত ও মৃতদের ফিৎনা-ফাসাদ থেকে,এবং গুনাহ ও ঋণের বোঝা থেকে ক্ষমা চাইতেছি।তখন উপস্থিত একজন নবী করিম সাঃকে লক্ষ্য করে বললেনঃ হে রাসূলুল্লাহ সাঃ আপনাকে ঋণের বোঝা থেকে ক্ষমা চাইতে দেখছি,তখন নবী করিম সাঃ প্রতিউত্তরে বললেন, যখন মানুষ ঋণগ্রস্ত হয় তখন দ্বিধাগ্রস্ত হয়ে মিথ্যা কথা বলতে থাকে এবং ওয়াদা ভঙ্গ করতে থাকে।{সহীহ বোখারী-৮৩৩}

নামাযে দু'আ  এবং বাংলায় দু'আ সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/185
আপনি নামাযের বাহিরে দু'আ করবেন, অথবা আপনি আপনার অন্তরে সেই বিশেষ বিষয়কে উপস্থিত রেখে মুজমাল দু'আ যাতে দুনিয়া আখেরাতের সকল প্রকার কল্যাণ রয়েছে,যেমন রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ এমন দু'আ করবেন।নফল সালাতে বাংলায় দু'আ সম্পর্কে হানাফি কোনো কোনো ফকীহ অনুমোদন ও দেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)ফরয নামাযে সালাম ফিরানোর পর বাংলায় দুআ করা যাবে। তবে সেজদায় বাংলায় দুআ করা যাবে না। করলে নামায  ফাসিদ হয়ে যাবে। 
(২) অধিকাংশ ফকিহ এর বক্তব্য হল, সুন্নত নফল নামাযেও বাংলায় দুআ করা যাবে না। হ্যা, কুরআন সুন্নাহ বর্ণিত আরবী দুআ করা যাবে। 
(৩) মনে মনে যিকির করা যাবে। তবে জিহবা নাড়িয়ে উচ্ছারণ করে যিকির করাই উত্তম। 
(৪) আপনার রোযা হয়নি। আপনি কেননা সেহরির খাওয়ার পরই মূলত আপনি রোযার নিয়ত করবেন। অথচ আপনি রোযার নিয়তই করেননি। সুতরাং অনিচ্ছাকৃতভাবে  3:56 পর্যন্ত খেয়ে ফেলার কারণে আপনার রোযাই হয়নি। 
(৫)দিনে টুথপেষ্ট দিয়ে মাজা রোযাদারের জন্য মাকরুহ।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/13344
(৬) যদি তাতে সরাসরি সুদের সাথে সম্পর্কিত কোনো কাজ করতে হয়, তাহলে তা জায়েয হবে না। নতুবা সরকারী  অন্যান্য চাকুরীর মত তা জায়েয হবে। 
(৭) প্রত্যেক নামাযের মুস্তাহাব ওয়াক্তে নারী পুরুষ সবার জন্য নামায পড়া মুস্তাহাব ও উত্তম। মাগরিবের নামাযকে তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। সুতরাং ৬ঃ৪৪ এর পর সাথে সাথেই মাগরিবের নামায পড়া মুস্তহাব। নারী পুরুষ সবার জন্যই মুস্তাহাব। 
(৮) দ্বীনদারিত্বকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজনীয় হাদীস অনুসারে। সুন্নতি বিয়েতে শুধুমাত্র মহর থাকবে, বরযাত্রী প্রথা গায়ে হলুদ ইত্যাদি থাকবে না। হ্যা স্বামী ওয়ালিমার ব্যবস্থা করবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...