আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
271 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
আসসালামুয়ালাইকুম,

Gold/ silver এর উপর যাকাত হিসাবের সময়ে কি বাজার দর থেকে ২০% বাদ দিয়ে তার উপর ২.৫% হারে ধরতে হবে? আমি শুনেসিলাম যাকাত হিসাবের সময় গরিবদের হক বেশি যেটায়ে আদাএ হএ সেটা দেখতে হবে, তাই উত্তম ২০% বাদ না দেয়া।

1 Answer

0 votes
by (632,910 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বর্ণ এবং রূপার বাজার মূল্য থেকে ২০% বাদ দিতে হবে।কথাটা সরাসরি এরকম ঠিক না।তবে এই কথাকে অন্যভাবে ব্যাখ্যা করলে ঠিক হয়ে যাবে।

সহজ ভাষায় এভাবে বলা যায় যে, স্বর্ণ এবং রূপার বিক্রয় মূল্যর উপর যাকাত আসবে।বর্তমানে বাজারে যে দর বা মূল্য রয়েছে,আমি যখন বাজারে আমার স্বর্ণ বা রূপাকে বিক্রয় করতে যাবো তখন কিন্তু বাজারের দর পাবো না।কেননা আমার নিকট উপস্থিত স্বর্ণকে তখন পুরাতন স্বর্ণ হিসেবে বিবেচনা করা হবে।তাই আমাকে ১০%বা ২০% কম মূল্যে বিক্রিয় করতে হবে।সুতরাং আমি যত দিয়ে বিক্রয় করবো তত টাকার উপরই মূলত যাকাত আসবে। অর্থাৎ বিক্রয়মূল্যর উপরই যাকাত আসবে। 

مأخَذُ الفَتوی
لما في بدائع الصنائع:
" لأن الواجب الأصلي عندهما هو ربع عشر العين، وإنما له ولاية النقل إلى القيمة يوم الأداء؛ فيعتبر قيمتها يوم الأداء، والصحيح أن هذا مذهب جميع أصحابنا".(2/ 22، كتاب الزكاة، فصل صفة الواجب في أموال التجارة، ط: سعید)

وفي الفتاوی الشامية:
"(والمعتبر وزنهما أداءً ووجوباً) لا قيمتهما.
 (قوله: والمعتبر وزنهما أداءً) أي من حيث الأداء، يعني يعتبر أن يكون المؤدى قدر الواجب وزناً عند الإمام والثاني ...... وأجمعوا أنه لو أدى من خلاف جنسه اعتبرت القيمة".(2/ 297، کتاب الزکوٰۃ، ط: سعید)

وفي فتاوی دار العلوم دیوبند:
’’چاندی یا سونے یا زیور پر زکاۃ باعتبارِ وزن کے آتی ہے  ۔۔۔ قیمت لگا کر دینا ہو تو جو قیمت زکاۃ  نکالنے کے وقت چاندی کی وہاں کے بازار میں ہو  اس حساب سے ادا کرے،خرید کے دن کا حساب معتبر نہیں ہوگا۔‘‘(ج نمبر ۶ ص نمبر ۸۶)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...