আমি দীর্ঘসময় ধরে মানসিক অসুস্থতায় ভুগছি। আমার পরিবারের লোকজনকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি সমস্যাগুলো। কিন্তু আমার বাবা-মা কোনদিনই বোঝেনি। আমার পড়াশোনায় সমস্যা হয়, প্রত্যেকটা কাজ করতে সমস্যা হয় - এগুলো দেখেও তারা বোঝেনা। উল্টো আমাকে দোষারোপ করে - আমি নাকি নিজে নিজে, নিজের দোষে অসুস্থ হইছি। তাই তাদের আর কোন দায়িত্ব নাই। চিকিৎসার জন্য কোনদিন কোন টাকাপয়সা এরা দেয়নি, মানসিকভাবে জঘন্য অত্যাচার করেছে। দিনের পর দিন নোংরা কথা শুনিয়েছে। চিকিৎসার কথা বলতে গেলে আমাকে মারতে এসেছে। চিকিৎসার কথা উঠলেই চিল্লাচিল্লি, মারামারি হয় বাসায়। এদেরকে দেখলে আমার ভয়াবহ রাগ হয়। খুন করতে ইচ্ছা করে। এরা আমাকে জোর করে কবিরাজের কাছে নিয়ে গেছে, যাওয়ার চেষ্টা করেছে। শিরকের তোয়াক্কা করেনা এরা। এখনো স্টুডেন্ট, আমার তো নিজের সামর্থ্য নাই যে আমি চিকিৎসা করাব। আত্মীয়স্বজন কোন কাজের না। আসলে শুধু চিকিৎসা না, প্রত্যেকটা ইস্যুতে আমার সাথে এদের লেগে যায়। আমার বাবা ভাব ধরে থাকে সে খুব ইসলাম বোঝে, বাস্তবে ভন্ড একটা। ইসলামিক বিয়ে, ক্যারিয়ার না করা, মাহরাম মেনে পর্দা করার মতো ব্যাপারগুলো নিয়ে নোংরা কথা বলে। আমার বাবা নামের লোকটাকে আমার প্রচন্ড ঘৃণা হয়। আমার মনে হয় এই লোক বা বাসার লোকজনের আমার বাঁচা মরায় কিছু যায় আসেনা। এরা আমাকে মেরে ফেলার আর বিপদে ফেলার চেষ্টা করেছে, সেটা জেনে হোক আর না জেনে। কোন কথা বলতে গেলে শুনতে চায়না কখনো। মানা নয়, শোনেই না। শুনলেও মানেনা। ভালোভাবে বললেও পরে গালাগাল করে। কিছু একটা বলতে গেলে এমন আচরণ করে...যেন আমি কিছু বুঝিনা। আমার সাথে দ্বিমত হলে যাচ্ছে তাই বলে অপমান করে। এখন হয়তো বলবেন, এরকম হয়েই থাকে। কিন্তু এই সবকিছু আমার সহ্যের সীমার বাইরে চলে গেছে। মানসিকভাবে স্বাভাবিক থাকলে কি করতাম জানিনা, এখন সহ্য করতে পারিনা।
আমি জানতে চাই এইরকম কেয়ারলেস ( যারা খারাপ সময়ে পাশে থাকে না)+ দায়িত্বজ্ঞানহীন + বদদ্বীন + নোংরা মানসিকতার পরিবার যাদেরকে আশেপাশে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাই, অনিরাপদ বোধ করি...যাদের খুন করতে ইচ্ছা হয় ধরে ধরে, যারা প্রত্যেকটা ভালো কাজে আমার বিরোধিতা করে, যারা ঈমানের তোয়াক্কা করেনা... তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আমার গুনাহ হবে কিনা। বা আমি এরকম সিচুয়েশনে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে কি করতে পারি।
ধন্যবাদ।