বিসমিহি তা'আলা
জবাবঃ-
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
(قَوْلُهُ: بِنَجِسٍ) بِكَسْرِ الْجِيمِ أَيْ: مُتَنَجِّسٍ إذْ لَوْ كَانَ بِعَيْنِ النَّجَاسَةِ كَالدَّمِ وَجَبَ زَوَالُ عَيْنِهِ وَطَعْمِهِ وَرِيحِهِ وَلَا يَضُرُّ بَقَاءُ لَوْنِهِ كَمَا هُوَ ظَاهِرٌ مِنْ مَسْأَلَةِ الْمَيْتَةِ أَفَادَهُ ح
যদি রক্ত ইত্যাদির মত আইনে নজস কোনো জিনিষ দ্বারা কাপড় অপবিত্র হয়,তাহলে উক্ত নজসকে এবং তার স্বাদ ও গন্ধকে দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।রক্তের দাগ থেকে যাওয়া কাপড়কে অপবিত্র করবে না।(ফাতাওয়ায়ে শামী-১/৩২৯)
সুতরাং আপনার বিছানা অপবিত্র হবে না।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.