আসসালামুআলাইকুম। আমি একজন দ্বীনি জীবনসঙ্গী চাই। কিন্তু আমার ফ্যামিলির ধারণা এমন কোনো ছেলে যে শিক্ষিত, মেধাবী আবার দ্বীনদার এমন ছেলে আজকালকার দিনে পাওয়া যাবেনা। তারা আমাকে প্রচুর চাপ দিচ্ছে যেন আমি এমন কোনো ছেলে কে বিয়ে করি যে হালকা দ্বীন পালন করে আর ভালো দুনিয়া দার। আমি বলি ছেলে পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করে কিনা, কোরআন সহিহভাবে পড়তে জানে কিনা, ছেলের সুন্নতি দাড়ি আছে কিনা এসব খোঁজ নাও। কিন্তু তারা আমার এসব কথা শুনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে পাগল বলে, আমাকে (অশিক্ষিত) হুজুরদের বিয়ে করতে বলে, মসজিদের মুয়াজ্জিনকে বিয়ে করতে বলে(যদিও এসব কাজ কখনোই খারাপ না কিন্তু তারা তাচ্ছিল্লতার সাথে বলে)। বিয়ের কথা চললে আমি তাদের বলি শুধু ছেলে এবং ছেলের মহিলা আত্মীয়রা যেন আমাকে দেখে, এই কথা শুনে তারা বলে ,” তুমি কতবড় কি হয়ে গেছ “। হাত পা ধরা বাকি রেখে আমার পক্ষে যেভাবে সম্ভব তাদের বুঝিয়েছি, কোন কাজ আদৌ হচ্ছে কিনা জানিনা। এত অপমান তাচ্ছিল্লতার পর এখন আবার আমার বড়ভাই বলে তোমার বর আমরা খুঁজতে পারবোনা, তুমিই খুঁজে নিয়ে আস।মাঝে মাঝে মা বাবাও এভাবেই বলে, আমরা তোমার বিয়ে দিতে পারবোনা, তুমিই পাত্র খোঁজ। নিজেকে খুব অসহায়, হতাশ আর দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্থ মানুষ মনে হচ্ছে।আল্লাহর কাছে এ বিপদ থেকে পরিত্রাণ চাই। কিন্তু এই মুহূর্তে আমি কি করতে পারি কিছুই বুঝতে পারছিনা। আমার কি করা উচিত এখন….