আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
431 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (57 points)
আসসালামু আলাইকুম১/ কোনো স্ত্রী স্বামীর বাড়ি থাকে না তাহলে কি স্বামী তাকে ভরণপোষণ দিতে বাধ্য?

২/শরিয়াহ সম্মত কারণে স্ত্রী স্বামীর কাছে তালাক চাইলে স্বামী বলে সে কখনো স্ত্রী কে তালাক দিবে না।তবে সে স্ত্রী কে তালাক দেয়ার অধিকার দিয়েছে। এখন এ ক্ষেত্রে স্ত্রী কি তালাক দিতে পারবে আর দিতে পারলে তার নিয়ম কি?স্ত্রী মুখে উচ্চারণ করলে ই হবে নাকি অন্য কোনো পন্থা অনুসরণ করবে?

৩/স্ত্রী স্বামীর কাছে তালাক চাইলে স্বামী যদি বলে নিজে দাও,আমি বাধা দিবো না,তোমাকে স্বাধীন করে দিলাম, নিজের মত চলো,আমার প্রতি তোমার কোনো অধিকার নেই।এসব কারনে কি তালাক হয়ে যায়?

৪/স্বামী যদি স্ত্রীকে গালাগালি করার এক পর্যায়ে রাগের মাথায় বলে তোমার মাকে বিয়ে করবো বা মা, মেয়ে দু'জন কে ই তালাক দিবো এসব কারণে কি তালাক হয়ে যাবে?

৫/স্ত্রী নিজে নিজেকে তালাক দেবার পর যদি স্বামী ফিরিয়ে নিতে চায় সেক্ষেত্রে কি ফেরার কোনো সুযোগ আছে কি না?

1 Answer

0 votes
by (671,200 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
স্ত্রীর ভরনপোষণ এর দায়িত্ব স্বামীর উপর।
এটি ওয়াজিব বিধান।
,  
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ   

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّ بِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ ؕ وَ الّٰتِیۡ تَخَافُوۡنَ نُشُوۡزَہُنَّ فَعِظُوۡہُنَّ وَ اہۡجُرُوۡہُنَّ فِی الۡمَضَاجِعِ وَ اضۡرِبُوۡہُنَّ ۚ فَاِنۡ اَطَعۡنَکُمۡ فَلَا تَبۡغُوۡا عَلَیۡہِنَّ سَبِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیًّا کَبِیۡرًا ﴿۳۴﴾

পুরুষেরা নারীদের অভিভাবক, ঐ (বিশেষত্বের) কারণে, যার দ্বারা আল্লাহ তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং ঐ সম্পদের কারণে, যা তারা ব্যয় করেছে। সুতরাং সৎ নারীরা হল অনুগত, (স্বামীর) অবর্তমানে (নিজের সতিত্ব ও স্বামীর সম্পদ) রক্ষাকারী, আল্লাহ রক্ষা করার কারণে ... -সূরা নিসা : ৩৪

এই আয়াতে ‘পুরুষের ব্যয়কৃত সম্পদ’ মানে স্ত্রীর মোহরানা, খোরপোষ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ, কুরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী যা বহন করা অবশ্যকর্তব্য। এ আয়াত প্রমাণ করে, স্ত্রীর নাফাকা ও খোরপোষ স্বামীর উপর ফরয। -তাফসীর ইবনে কাছীর ১/৪৯২; আহকামুল কুরআন, জাসসাস ২/১৮৮
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন, 
এক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে তার বাসায় না থেকে অন্যত্রে থাকে,স্বামী তাকে নিজের বাসায় ডাকার পরেও যদি না আসে,অবাধ্যতা করে,তাহলে এক্ষেত্রে তার ভরনপোষণ না দিলে স্বামীর কোনো গুনাহ হবেনা।
এটি তার উপর ওয়াজিব থাকবেনা।
,
(০২)
স্ত্রী মুখে উচ্চারণ করবে "আমি স্বামী কর্তৃক প্রদত্ত তালাকের ক্ষমতা বলে নিজেকে নিজে/ নিজের নফসকে/ নিজের নফসের উপর তালাক (০১ তালাক) প্রদান করিলাম।
,
(০৩)
তোমাকে স্বাধীন করে দিলাম, নিজের মত চলো,আমার প্রতি তোমার কোনো অধিকার নেই।
এগুলো কেনায়া শব্দ।
যদি এতে স্বামী তালাক প্রদানের নিয়ত করে,তাহলে তালাক হবে।
নতুবা তালাক পতিত হবেনা। 
,
(০৪)
না,এতে তালাক পতিত হবেনা।
,
(০৫)
যদি স্ত্রী নিজেকে এক বা দুই তালাক দেয়,তাহলে এক্ষেত্রে স্বামী ফিরিয়ে নিতে পারবে।
স্ত্রী যদি নিজেকে তিন তালাক দেয়,তাহলে স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (57 points)
সেখানে স্বামীর বাড়ির লোকজন দ্বারা বিভিন্ন মানসিক অত্যাচারের স্বীকার হয় যা স্বামীর সামনেই হয় কিন্তু স্বামী নিশ্চুপ থাকেন স্ত্রীর অন্যায় না থাকা শর্তে ও স্বামী স্ত্রী কে মানসিক ও শারীরিক অত্যাচার করেণ।স্ত্রী কয়েক বার সুইসাইড করার চেষ্টা করেছেন অত্যাচার সহ্য না করতে পেরে।নিজেকে অত্নহত্যা করার মানসিকতার থেকে দূরে রাখার জন্য সে বাবার বাসায় চলে আসে।এখন তার স্বামীর কথা সে যদি স্বামীর বাড়ি না যায়  তার বাবা মার সাথে না থাকে সে তাকে কোনো ভরণপোষণ দিবে না।এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...