বিসমিহি তা'আলা
জবাবঃ-
আমাদের জানামতে বাংলাদেশের ব্যাংক সমূহে প্রচলিত মুদারাবা ব্যবসায় শরয়ী নীতিমালাকে ফলো করা হয় না।সে হিসেবে ব্যাংক মুদারাবা ভিত্তিক ডিপোজিট করা জায়েয হবে না।
ব্যাংকে ডিপিএস করা হোক বা ফিক্সট ডিপোজিট করা হোক কোনোটাই জায়েয হবে না।
ফিক্সট ডিপোজিটকে যদিও মেয়াদের পূর্বে উত্তোলন করা যায় না।তবে ডিপোজিটকে ভেঙ্গে দেয়া যায়,হ্যা এক্ষেত্রে অবশ্যই কোনো লাভ পাওয়া যাবে না।এ নিয়ম প্রায় সব ব্যাংকেই রয়েছে।
সুতরাং ফিক্সট ডিপোজিটের উপর যাকাত আসবে।যদি কারো একাধিক বৎসর ব্যাংকে ফিক্সট ডিপোজিট করা থাকে।এবং মেয়াদের পরে ঐ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসা হয়।তাহলে অতীতের অনাদায়ী সকল বৎসরের যাকাত উনাকে আদায় করতে হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.