যেমন ধরুন উদাহরন হিসেবে,
কোনো বুজদার ব্যক্তি,, কোনো অজ্ঞ মুসলমান ব্যক্তিকে মাসে ২/১ বার ঈমান নবায়ন করায়।
কিন্তু ওই ২ জন ব্যক্তির কোনো প্রসংগ নিয়ে যদি ঝগড়া বা রাগ করে,,
তাহলে ওই অজ্ঞ ব্যক্তি যদি বলে ফেলে "আর ঈমান নবায়ন করাতে আসবে কি?"--
মহান আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার হুকুম হলে আপনি বুজে ফেলেছেন যে,, ওই কথার দ্বারা বুজাচ্ছে,
আমি যে ওই অজ্ঞ ব্যক্তিকে ঈমান নবায়ন করাই,,কিন্তু অন্য প্রসংগে আমার উপর রাগ করার কারনে,, উপোরক্ত কথার দ্বারা বুজা যাচ্ছে যে,, ভবিষ্যৎ এ আমি আবার তাকে ঈমান নবায়নের জন্য বললে,, ওই ব্যক্তি করবে না (হয়ত)।
রাগ করে বলেছে। রাগটা ছিলো আমার উপর।
এভাবে মুখে উপোরক্ত কথা বললে,, এবং মনে মনে যদি এরকম বর্নিত ব্যাখ্যা থাকে,,
প্রশ্ন--তাহলে উক্ত ব্যক্তির ঈমানের সমস্যা হবে কি?
(বি:দ্র: ঈমান নবায়নের জন্য রাগ নয় ইনশাআল্লাহ্। আমার উপরে রাগ করে,, ঈমান নবায়ন না করা,,এই টা)