ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১০ হাজার কাউকে ধার দেওয়ার পর সে যদি সুদরে টাকা হতে আপনার ধার পরিশোধ করে, তাহলে উক্ত টাকা গ্রহণ করতে আপনার কোনো অসুবিধে হবে না।
মেসওয়াকের ব্যাপারে রাসুল (সা.)-এর অনেক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসুল (সা.) বলেছেন যে, যদি আমার উম্মতের ওপর কঠিন হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক সালাতে মেসওয়াক করা বাধ্যতামূলক করতাম। রাসুল (সা.) ঘরে প্রবেশের পর, সালাতের আগে মেসওয়াক করতেন। এটা প্রায় সব ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী সাব্যস্ত হয়েছে।
কিন্তু আপনি যে ফজিলতের কথা উল্লেখ করেছেন যে, ৭০ গুণ সওয়াব বৃদ্ধি পাবে, এই ধরনের কোনো বিষয় সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।
'আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) বলেন যে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যার অন্তরে অণুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এ-ও কি অহঙ্কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা*। (সহীহ মুসলিম-৯১) (ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬৭, ইসলামিক সেন্টারঃ ১৭৩)