গুনার কাজে কেউ যদি বলে "আল্লাহ ভরসা করে গুনাহ করতে যাচ্ছি" তাহলে ব্যক্তি কাফের যদি জেনে শুনে বলে।
আমি আজ রাতে মোবাইলে ভিডিও গেমস ক্রিকেট খেলায় ছিলাম। বলিং ছিলো আমার। এক পর্যায়ে গেম থেকে বাহির হয়ে যাইতেছিলাম,,কিন্তু যেই বের হইবো তার ঠিক আগ মুহির্তে,,
এক পর্যায়ে আমার মনে আসলো আরকি আমি নিজেকে বলছিলাম মনে
হাসান, আল্লাহ্ ভরসা করে এই বলিংটা কর,,উইকেট পড়বে।
পরে আমি উপরের অইখান মনে আসার পরে আমি বলিংটা করে ফেলি।
এই বলিং শেষে তার পরক্ষনেই মনের মধ্যে হতাশা শুরু হলো,, এই আমি কি করলাম। মনে উক্ত কথা এসেছে কিন্তু আমি তা কাজে প্রকাশ করে নিলাম?
এভাবে আমার ঈমানের সমস্যা হবে কি?
(ভিডিও গেমস যেহেতু এহেন কাজ এই জন্য)