প্রশ্ন ২:
"মুশফিক" নামওয়ালা ব্যক্তি কে কাফের বা মুশরিক বলার উদ্দেশ্য নয়।
কিন্তু ওই ব্যক্তির নামকে ব্যংগ (চিরানো) করে এভাবে মুশরিক বলে ডাকলে ঈমানের সমস্যা হবে কি?
(বি:দ্র: ওই ব্যক্তিকে মুশরিক//কাফের বলার নিয়ত নাই,,আরকি নাম-কে ব্যংগ করে ডাকলে ঈমানের সমস্যা হবে কি?))
যে ব্যক্তি বলেছে, আসলে তার নিয়ত চিরানো উদ্দেশ্য ছিলো,,
যেমনি উদাহরন ধরুন,, কারো নাম শিউলি,, ওই ব্যক্তিকে ব্যংগ করে নেউলি ডাকা,, এইরকম নিয়ত ।
আর যিনি বলেছেন, উনার মুশরিক শব্দের অর্থ কি বা মুশরিক কারে কয়- তা জানা নাই। উনি আসলে উপরেেেরর উদাহরণস্ব্রুপ চিরানোর উদ্দেশ্য ছিলো
এভাবে উনার ঈমানের সমস্যা হবে কি?