بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ
আসসালামু'আলাইকুম,
সাবালক হওয়ার পর, অতীতের ছুটে যাওয়া (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) ফরয সালাত কি আদায় করতে হবে কাযা হিসেবে? নাকি, খাস দিলে আল্লাহর নিকট তাওবা করলে আল্লাহ পূর্বের সালাতের জন্য পাকরাও করবেন না। আর যদি আদায় করতে হয়, তাহলে এত কাযা সালাত কিভাবে আদায় করতে হবে? আর এর হিসাব কিভাবে করতে হবে যে, জীবনে কত ওয়াক্ত সালাত মিস হয়েছে, আর কোন সময়ে এই কাযা সালাত আদায় করতে হবে, বিস্তারিত যদি জানাতেন ওস্তাদ!
পূর্বের একটা প্রশ্ন, সালাত বিষয়ক কিছু জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল ওস্তাদ। এই বিষয়েও যদি উত্তর দিতেন!