আসসালামু আলাইকুম
নাপাক কাপড় ধোয়ার সময় বালতি থেকে তুলার সময় তা নিঙড়ানোর সময় যে ছিটা লাগে তা নাপাক নয় (যদি দৃশ্যমনা নাপাকি হয়)।
কিন্তু অদৃশ্যমান নাপাকি ধোয়ার সময় তো সম্পুর্ন বালতির পানিটা-ই নাপাক থাকে।
এক্ষেত্রে ১/২/৩ বার ধোয়ার প্রত্যেকবার-ই যে ছিটা পড়ে পায়ে, ফ্লোরের আশপাশে, মগে, বদনায়, আশপাশের ট্যাপ গুলায় যে ছিটা পড়ে এই গুলাতে যে অদৃশ্যমান নাপাকি ধোয়ার সময় যে ছিটা পড়বে,, সে ক্ষেত্রে বিধান কি হবে? নাপাক না পাক থাকবে ছিটাগুলি??