আমাদের দেশে ক্বদরের রাতে ক্বদরের নামায বলে নামাজ আমরা পড়ি। এই নামাজে প্রতি রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ইখলাস আর সুরা ক্বদর পড়া হয়। এই নামাজ পড়া হয় দুই রাকাত করে।
আমার প্রশ্ন হলো,এমন কোনো নামাজ আদৌ কি সহিহ রেওয়াতে পাওয়া যায়? নাকি এটা বিদাত? আর বিদাত হলে,ব্যাপারটা অজানা থাকায় যারা এর উপর আমল করেছে,তাদের ক্বদরের রাতের নামাজ কি সব বাতিল হয়ে যাবে?