আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
3,369 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (12 points)
edited by
আসসালামু আলাইকুম শায়খ,

প্রশ্ন: ১.মসজিদে বিয়ে পড়ানোর বিষয়টি কি সুন্নত এর অন্তর্ভুক্ত ?
এবং যদি না থাকে তাহলে জায়েজ আছে কিনা?
এবং বিয়ে পড়ানোর পর খেজুর ছিটানো কি সুন্নত?

২.সালাতুত তাসবিহ এর নামায কি স্বামি স্ত্রী জামাতে পড়া যাবে?

৩.নামায ছাড়া এমনি কি সিজদাহ দেয়া যাবে?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান মতে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব।
লোকদেরকে এ ব্যাপারে তারগিব দেওয়া উচিত।
তাহলে অনেক প্রথা ও নাজায়েজ কাজের বিলুপ্তি ঘটবে,ইনশাআল্লাহ । 

তবে এই ব্যাপারে এতো কঠোরতা করা যাবেনা,যে সাধারণ লোকেরা বুঝে যে মসজিদ ছাড়া বিবাহউ হয়না।
এমন কঠোরতা করা যাবেনা।
(কিতাবুন নাওয়াজেল ৮/৫১,ফাতাওয়ায়ে দারুল উলুম ৭/১৬৬)

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ .

আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে। 
 ইবনু মাজাহ ১৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৯ [আল মাদানী প্রকাশনী]

ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি হাসান গারীব।

এ হাদীসে আলোকে উলামায়ে কেরামগন বলেছেন যে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব,সুন্নাত বলেছেন।
,

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
   
ویندب إعلانہ وتقدیم خطبۃ وکونہ في مسجد۔ (الدر المختار مع الشامي ۳؍۸ کراچي، شامي ۴؍۶۶ زکریا)
সারমর্মঃ
বিবাহের ই'লান করা,খুতবা আগে দেওয়া,মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব।


তবে কিছু ইসলামী স্কলারদের মত হলোঃ
শরীয়ত বিরোধী গর্হিত কার্যক্রম সংঘটিত না হলে প্রয়োজনে মসজিদে বিয়ের আকদ সম্পন্ন হওয়া জায়েজ রয়েছে। কিন্তু মসজিদে বিয়ের আকদ সম্পন্ন হওয়া সুন্নত বা মুস্তাহাব’ এ কথা সঠিক নয়। 
,
তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।        

★★দারুল উলুম দেওবন্দ এর 156627 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে কিছু দূর্বল বর্ননার ভাবে ভিত্তিতে বিবাহে খেজুর ছিটানো মুস্তাহাব।

তবে আওয়াজ, শোরগোল বা পায়ের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে খেজুর না ছিটিয়ে বেটে দেওয়া উচিত।
মসজিদ এবং খাদ্যের ইহতিরাম তথা মান বজায় রাখতে হবে 
এদিকে গুরুত্ব দিতে হবে।
,
(০২)
রাসুল সাঃ,ছাহাবায়ে কেরাম,তাবেয়ীন,তাবে তাবেয়ীন,কাহারো থেকে ছলাতুত তাসবিহ জামা'আতের সাথে আদায় করার প্রমান নেই।
,
তাই একাকী আদায় করাই উচিত।
,
তবে বিনা ই'লানে নফল নামাজে যেহেতু তিন জন বা তার চেয়ে কম লোকের জামা'আত মাকরুহ নয়,সেই হিসেবে স্বামীর পিছনে এই নামাজ পড়া যাবে।
,
(০৩)
হ্যাঁ দেওয়া যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...