ইউটুবে পবিত্র কালামুল্লাহ্ শারীফ থেকে আয়াত শারীফ পাঠ করছিলেন এক হাফিজ সাহেব। (ভিডিও রমাদান টকশোতে)
আমি শুনছিলাম এবং দেখছিলাম।
এক পর্যায়ে বিচারক একজন 'হাসবু' বলে থামিয়ে বলেছিলেন,"আশরাফ, আমি এখন যেখান থেকে তিলাওয়াত শারীফ করবো সেখান থেকে পড়বে তুমি"।।
তো পরবর্তিতে হাফিজ সাহেব হুজুরের কথামতো পড়লেন।
এই ব্যাপারটা দেখে আমি সাধারন মানুষ মনে করেছি এবং বলেছিলাম-ও,
"এখানে হাফিজ সাহেব কে হাসবু বলে থামিয়ে বিচারক হুজুর এক আয়াত শারীফ বলে দিলেন। এখানে হয়ত হাফিজ সাহেব পড়ার সময় ভুল করেছেন,,তাই বিচারক 'হাসবু' বলে থামিয়ে অর্থাৎ লুকমা দিয়ে আবার শুধরিয়ে দিলেন"।
এই ঘটনা ২ দিন আগের।
আজ আবার আমি শুনলাম, এবং হাফিজ সাহেব এর সাথে পবিত্র কালামুল্লাহ্ শারীফ এ মিলাইলাম।
দেখলাম ওই ২ দিন আগের আমার ধারনা এবং বলাটা ভুল হয়েছে।
১ কারন বিচারক সাহেব 'হাসবু' বলার আগে
হাফিজ সাহেব যতখানি পড়ছেন তা--
পবিত্র সুরা যুখরুফ শারীফ এর ৭৯ নাম্বার আয়াত শারীফ পর্যন্ত।
২ আর 'হাসবু' বলার পর থেকে হুজুর যেইখান থেকে পড়তে বলেছেন তা--
পবিত্র সুরা ইউনুস শারীফের আয়াত শারীফের অংশ।
পরে আমি নিশ্চিত হলাম আজ যে,,ওইদিন আমার ধারনা এবং বলাটা ভুল ছিলো।
কারন হাফিজ সাহেব,(বিচারকের হাসবু বলার আগেযা পড়েছেন) তা সুরা যুখরুফ ৭৯ নাম্বার আয়াত শারীফ পর্যন্ত ।
আর (বিচারকের হাসবু বলার পর যা) যা পড়েছিলেন তা পবিত্র সুরা ইউনুস শারীফের আয়াত শারীফ-সমূহ।
এখানে আমার ধারনাটা ভুল ছিলো।
প্রশ্ন--
আমি যে প্রথম দেখে বলেছিলাম, "ওখানে হাফিজ সাহেব ভুল করেছেন তাই হুজুর বিচারক 'হাসবু' বলে পরে যা বলেছেন তা ওই হাফিজ সাহেব কে শুধরিয়ে দিলেন"
(পরের দিন আল্লাহর হুকুম অইলে আমার ভুল আল্লাহ্ ধরাইয়া দিয়েছেন আমার চেষ্টার মাধ্যমে)
প্রশ্ন"""""""এই যে আমি বললাম্
'''''এখানে হাফিজ সাহেব ভুল করেছেন""""""" ---এই কথার দ্বারা কি পবিত্র কালামুল্লাহ্ শারীফের আয়াত শারীফ-কে আমার প্রতেক্ষ্যভাবে বা পরোক্ষভাবে ভুল বলা হলো কি না??
কারন, পবিত্র কালামুল্লাহ্ শারীফ এর এক জার-রা পরিমান কেউ ভুল বললে, তার ঈমান চলে যায়,সে কাফের হয় যায়,,এইজন্য আমি খুব টেনশনে আছি আমার এই কথার দ্বারা (এইখানে হাফিজ সাহেব ভুল করেছেন) এই কথার দ্বারা আমার ঈমান চলে যাবে কি না??
(এটা আমার অজ্ঞতা এবং মূর্খতাবশত ভুল )