বিবাহের আলোচনা করার ক্ষেত্রে পাত্র পাত্রী নিজেদের মধ্যে যখন কথা বলে তখন কোন কোন বিষয় শেয়ার করবে আর কোন বিষয় গুলো হাইড করা যাবে। অনেক সময় দেখা যায়, পাত্র/পাত্রীর বিয়েতে মত নাই, তাদের অন্য জায়গায় হয়তো পছন্দ আছে। সেগুলা কি খোলাখুলি আলোচনা করা কি উচিত? তাছাড়া অনেক দোষ-ত্রুটি থাকে আমাদের মধ্যে, সেগুলা কি বলা উচিত নাকি হাইড করবো?