আসসালামু আলাইকুম
হযরত, গতকাল মসজিদে আসর নামাজরত অবস্থায় শেষ রাকাতের সময় হঠাৎ মাইক বন্ধ হয়ে যায়, এমতাবস্থায় আমরা যারা পিছনে ছিলাম, তাদের বিষয়টি বুঝতে বেশ দেরি হয়ে যায়, কারন ততক্ষনে ইমাম সাহেব রুকু-সেজদা সম্পন্ন করে বৈঠকে চলে গিয়েছেন, অথচ আমরা দাড়িয়ে, অত:পর আমাদের একজন মুকাব্বিরের দায়িত্ব পালন করে ইমাম সাহেবের সাথে একত্রিত হই।
আমাদের এভাবে নামাজ আদায় কি সঠিক হয়েছে?