ভাই বল্লেন, উনি মেয়েদের ছবি সংযুক্ত করেন নি, ছেলেদের ছবি সংযুক্ত করেছেন। এখন আমার প্রশ্ন, আমি এই কাজ শিখতেছি, বায়ার যদি আমাকে একই কাজ করতে বলে, আর আমি যদি বায়ারকে বলি, ভাই আমি আপনার কোনো ছবি , কোনো মেয়ের ছবি, কোনো কার্টুন এর ছবি ও সংযুক্ত করবো না।
আমি বায়ারকে বলব,
আমি ওয়েব সাইটে যেই যেই জায়গাতে ছবি সংযুক্ত করতে হবে, সেই সেই জায়গা একদম পিওর সাদা পিকচার সংযুক্ত করে দিচ্ছি, এবং আপনাকে শিখিয়ে দিচ্ছি কি ভাবে আপনি আপনার প্রয়োজন মতো ছবি সংযুক্ত করবেন। আপনি কি ছবি সংযুক্ত করবেন তা আমার দেখার বিষয় না।
তাহলে কি আমার ইনকাম হালাল হবে? কারণ আমি ছবি তো সংযুক্ত করছিনা ৷ ছবি সংযুক্ত কিভাবে করতে হয় সেইটা বায়ারকে শিখায়ে দিচ্ছি। তাহলে সে যদি কোনো মেয়ের ছবি সংযুক্ত করে তার দায় কি আমাকে নেয়া লাগবে? তার এই কাজের জন্য কি আমার গুনাহ হবে? বা ইনকাম হারাম হবে?
মুফতি সাহেব দয়াকরে উক্তর দিবেন।