জাঝাকাল্লাহু খাইরান। আমি আপনাদের অন্যনা জাকাত বিষয়ে প্রশ্নের answer গুলো পরেছি। আমি কিছু বিষয়ে clear হলাম না। আপনাদের কথাই quote করলামঃ
i) কতটুকু সম্পদ থাকলে কাউকে ধনী বা যাকাতের অযোগ্য বিবেচনা করা হবে? আর কতটুকু না থাকলে যাকাতের যোগ্য বিবেচনা করা হবে?
সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হল নিম্নরূপ-
وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.
অর্থাৎ-
নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯)
এক্ষেত্রে আমার মামা এর জমি এর বাজার মূল্য যদি নিসাব পরিমান হএ আমি যাকাত দিতে পারবো?
ii)
https://ifatwa.info/1415/
'এখানে বলা হয়েছে -কোনো মানুষ অসুস্থতার ভিত্তিতে যাকাতের হকদার হতে পারবে না।বরং অসুস্থ ব্যক্তি যখন এমন হবে যার নেসাব পরিমাণ মাল নেই,তাহলে শুধুমাত্র সে ব্যক্তিই যাকাতের যোগ্য হবে।(কিতাবুন-নাওয়াযিল-৭/৫৮)
প্রশ্নে উল্লেখিত ব্যক্তির বাড়িঘর আছে,যা অবশ্যই নেসাব পরিমাণ হবে,তাই উনি যাকাত গ্রহণ করতে পারছেন না।অথচ উনার সাহায্যর প্রয়োজন।'
এই উত্তরের প্রেক্ষিতে আমার আত্মীয় এর বাড়ি আছে, যদি তা নিসাব পরিমান মূল্যর হয়ে থাকে তাহলেও যাকাত দিতে পারবো?