বিসমিহি তা'আলা
জবাবঃ- পূর্বের অনেক ফাতাওয়ায় বলা হয়েছে যে,মহিলারা মাহরাম ব্যতীত কখনো সফর করতে পারবে না।বিশুদ্ধ মতানুযায়ী মাহরাম না থাকলে মহিলার উপর হজ্বও ফরয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- 212
মাহরাম ব্যতীত যেহেতু সফরের অনুমোদন শরীয়তে নেই।অন্যদিকে আপনার শিক্ষা হয়তো মুবাহ পর্যায়ের।তাই একটি মুবাহ জিনিষ পালনার্থে একটি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে পারবেন না।সুতরাং আপনি নিজ পিতা বা অন্যকোনো মাহরামকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বদলানোর চেষ্টা করুন।নতুবা আপনি ঘরেই থাকবেন।শরয়ী বিধিনিষেধকে উপেক্ষা করে সেখানে যাওয়ার কোনো অনুমোদন দেয়া যাবে না।
ইমাম নববী রাহ বলেন,
"فَالْحَاصِل أَنَّ كُلّ مَا يُسَمَّى سَفَرًا تُنْهَى عَنْهُ الْمَرْأَة بِغَيْرِ زَوْج أَوْ مَحْرَم " انتهى
মোটকথাঃ স্বামী বা মাহরাম পুরুষ ব্যতীত যেকোনো প্রকার সফর থেকে থেকে মহিলাকে বাধা প্রদান করা হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.