বিসমিহি তা'আলা
জবাবঃ-
(১)
সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে ফজরের সুন্নত ও ফরয ব্যতীত অন্য কোনো নফল নামায পড়া যাবে না,পড়লে মাকরুহ হবে।তবে এ সময়ে কাযা নামায পড়া যাবে।(কিতাবুল-ফাতাওয়া-২/৪২২)
কেননা কা'যা নামাযের কোনো ওয়াক্ত নেই।বরং জীবনের সকল মূহুর্তই কা'যা নামাযের ওয়াক্ত।শুধুমাত্র তিনটি হারাম সময় ব্যতীত।এগুলো হলো,সূর্যোদয়,সূর্যাস্ত ও যাওয়াল তথা সূর্য মধ্য আকাশে অবস্থানের সময়। কেননা এ সময় ওয়াক্তিয়া ও কা'যা সকল প্রকার ফরয কিংবা নফল নামায পড়া নিষিদ্ধ।
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
ليس للقضاء وقت معين بل جميع أوقات العمر وقت له
কা'যা নামায পড়ার জন্য নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই।বরং জীবনের সকল মূহুর্তই কা'যা নামাযের ওয়াক্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১২১)
(২)
আসরের ওয়াক্ত হওয়ার পর আসরের সালাতের পূর্বে নফল নামায যেমন তাহিয়্যাতুল ওজু ও তাহিয়্যাতুল মসজিদ ইত্যাদি নামায পড়া যাবে,তবে আসরের নামায পড়ার পর আর কোনো প্রকার নফল নামায পড়া যাবে না।তবে এ সময় কাযা নামায পড়া যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- 806
তাহিয়্যাতুল অজু ও তাহিয়্যাতুল মসজিদ এবং বিবিধ নফল নামাযের বিধান জানতে ভিজিট করুন- 1330
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ