বিসমিহি তা'আলা
জবাবঃ-
জ্বী, পড়তে পারবে।সাহাবায়ে কেরামদের কারো কারো একটি মাত্র পোষাক ছিলো।তারা স্বামী-স্ত্রী কখনো কখনো এই এক পোষাক-কেই পালা বদল করে পড়তেন।একজন পোষাক পড়লে অন্যজন গর্তে লোকাতেন।
ফুকাহায়ে কেরাম বলেন,কোনো মানুষের তিনটি পোষাক থাকাই উচিৎ ও উত্তম।(ক)কাজের পোষাক(খ)মেহমানদারির পোষাক(গ)ঘুমানোর পোষাক।এবং এর চেয়ে অতিরিক্ত পোষাকও দোষণীয় কিছু নয়।
এ হিসেবে আলাদা আলাদা পোষাক তো অবশ্যই ভালো। তবে প্রয়োজনে এক পোষাককে একাধিক ব্যক্তিও পড়তে পারবেন।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.