শরীয়তের বিধান হলো জামাতের সঙ্গে নামাজ পড়া অবস্থায় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারও ওপরই সাহু সিজদা ওয়াজিব হয় না।
তবে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো কোনো ভুল মুক্তাদি থেকে প্রকাশ পেলে মুক্তাদির নামাজ ভেঙ্গে যাবে।
,
★হাদীস শরীফে এসেছেঃ
বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল কর, কিন্তু ইমাম কোনো ভুল না করে, তা হলে তোমার ওপর সাহু সিজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’
(কিতাবুল আসার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা : ১৮৭; কিতাবুল আসল : ১/৯৭; বাদায়েউস সানায়ে : ১/৪২০; ফাতহুল কাদির : ১/৪৪৩; শরহুল মুনয়া : পৃ. ৪৬৪; তাবয়িনুল হাকায়েক : ১/৪৭৮; রদ্দুল মুহতার : ২/৮২)
★প্রশ্নে উল্লেখিত ছুরতে মুক্তাদির জন্য উচিত ছিলো ইমামের সাথে সালাম ফিরিয়ে সেজদায়ে সাহু করা।
তবে সে যেহেতু সালাম না ফিরিয়েই দুটি সেজদায়ে সাহু আদায় করেছে,তাই তার নামাজ হয়ে গেছে।
পুনরায় সেটি আদায় করার দরকার নেই।
حاشية الطحطاوي على مراقي الفلاح (ص: 463):
"فإن سجد قبل السلام كره تنزيها" ولايعيده لأنه مجتهد فيه فكان جائزاً‘‘
সারমর্মঃ
কেহ যদি সালামের আগেই সেজদায়ে সাহু আদায় করে,তাহলে মাকরিহে তানযিহি হবে।
উক্ত নামাজকে পুনরায় আদায় করতে হবেনা।
জামিয়া বিন নুরি পাকিস্তানের 144010200336 নং ফতোয়া দ্রষ্টব্য।
আরো জানুনঃ