ওজুর চারটি ফরয।সেই ফরয গুলো কোনো রকম আদায় করে ফেললেই তাহারাত অর্জন হয়ে যাবে।উনার জন্য যদি ওজু করা সম্ভব না হয়,তাহলে তিনি তায়াম্মুম করবেন।তায়াম্মুমের জন্য একটি পাথর পাশে রেখে দিবেন।যখনই নামায পড়তে চাইবেন,তখনই তায়াম্মুম করে নামায আদায় করে নেবেন।কিন্তু যদি সর্বদা তায়াম্মুম করাও সম্ভব না হয়,তাহলে প্রতি ওয়াক্তের জন্য একটি তায়াম্মুম করে নেবেন।যদি সেটাও সম্ভব না হয়,তাহলে নামাযের সাদৃশ্য গ্রহণ করে তাসবীহ তাহলীল করতে থাকবেন।