বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কাউন্সিলিং এর উদ্দেশ্যে সাইকলজিস্টকে সমস্যার কথা বললে গিবত হবে না।
স্বামী সে তার স্ত্রীর নফক্বা সুকনা তথা বাসস্থান এবং খোরপোষের ব্যবস্থা করবে। যেভাবে সম্ভব সে সেভাবেই করবে।যদি স্বামী তার স্ত্রীকে বিদেশ কোথাও নিজের সাথে নিয়ে যেতে চায়,তাহলে তারও অনুমোদন রয়েছে।যতটাকা খারছ পড়বে,তার সবটাই স্বামী বহন করবে।হ্যা,এতে স্ত্রী শরীক থাকলে ভিন্ন কথা।
একজন পুরুষ আলেমের সাথে ব্যক্তিগত সমস্যা নিয়ে আলাপ করার সময়ে সম্ভব হলে মাহরাম পুরুষকে সাথে রাখা ভালো।তবে যদি একান্তই ব্যক্তিগত কোনো বিষয় হয়,তাহলে মাহরাম ব্যতীতও আলাপ আলোচনা করা যাবে।অনুমোদন থাকবে।
মহিলা দর্জি থাকাবস্থায় পুরুষ দর্জির কাছে জামা না বানানোই উচিৎ।হ্যা,মহিলা দর্জি না থাকলে পুরুষ দর্জির নিকট জামা বানানোর অনুমোদন রয়েছে।