বিসমিহি তা'আলা
জবাবঃ-
(এক)
আপনার আম্মু আপনার বাবাকে যা কিছু দিয়েছিলেন,সেটা উনি সম্পত্তি বন্টনের পূর্বে নিয়ে নিতে পারবেন।
(দুই)
মানুষ মৃত্যুর পূর্বে তার পূর্ণ সম্পত্তিতে সে একচ্ছত্র মালিক।সে তার পূর্ণ সম্পত্তিকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে।সে যদি পুর্ণ সম্পত্তি কাউকে দিয়ে দিতে চায় সেটাও সে পারবে।পরিভাষায় একে হেবাহ বলে।
আপনার পিতা, উনি উনার সম্পত্তিতে হস্তক্ষেপের পূর্ণ মালিক ও সত্ত্বাধিকারী। উনি আপনার আম্মুর পাওন কে পরিশোধ করার পর উনার অবশিষ্ট সম্পদকে যেভাবে ইচ্ছা বন্টন করে দিতে পারবেন।
(কিতাবুল-ফাতাওয়া-৬/৩১৭)
(তিন)
উনার মৃত্যুর পর তখন শরীয়তের ফায়সালা অনুযায়ী বন্টিত হবে।যাকে পরিভাষায় ফারাঈয বলা হয়।
তখন উনার পূর্ণ সম্পত্তির অর্ধেক মেয়ে হিসেবে আপনি পাবেন। এবং ৮ভাগের এক ভাগ আপনার আম্মু পাবেন।আর অবশিষ্ট সম্পদ উনার জীবিত ভাই-বোন বা ভাইয়ের ছেলেরা পেয়ে যাবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.