আমার ২০২২ সালের সেপ্টেম্বর এ অপারেশন হয়, গলায় সিস্ট এর। অপারেশন এ বাহির থেকে কাটতে হয়, সেলাই দেয়া হয় কসমেটিকস সেলাই আলহামদুলিল্লাহ। আমার বিয়ের জন্য কয়েক বছর যাবত চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকদিক পছন্দ করলেও দেখা যায় অপারেশন বা সামান্য অসুস্থ্যতার ব্যাপারে অবগত করলে তারা নেগেটিভ চিন্তা করে পিছিয়ে যায়, যেহেতু দ্বীনের ব্যাপারে সচেতন হওয়ারচেষ্টা করা হয় এজন্য অপারেশন হয়েছিল তা জানানো হয়, অপারেশন পরবর্তী মেয়ে সম্পূর্ণ সুস্থ্য আলহামদুলিল্লাহ। আর অপারেশন এর সাথে বংশগতির, বাচ্চা ধারণ, বা বিবাহিত জীবন সম্পর্কিত না আলহামদুলিল্লাহ। এখন মেয়ে বা এর পরিবার কি করবে? তারা যদি পাত্র পক্ষকে না জানায় যে তার অপারেশন হয়েছিল তাহলে কি গুনাহগার হবে? এছাড়া জ্বীন আক্রান্ত মেয়েটির চিকিৎসা যদি ভালমতো হয় আলহামদুলিল্লাহ, আর সমস্যা শেষ এর দিকে থাকে। তবে এই ক্ষেত্রেও তারা যদি না জানায় আগে এই সমস্যা ছিল, তাহলে গুনাহগার হতে হবে কিনা? যেহেতু এই ব্যাপারেও তারা আপত্তি জানায় যে এখন সুস্থ্য থাকলে কেন জানানো হলো!