ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
পর্দার তিনটি স্থর রয়েছে।অবস্থাভেদে এই তিনটির যেকোনো একটি ফরয।বিস্তারিত জানুন-
সাধারণত সর্বোত্তম পর্দা হল,সমস্ত শরীর ঢেকে রাখা।প্রয়োজনে এক চোখ খোলা রাখা যেতে পারে।এই শরীর ঢাকার জন্য প্রচলিত বোরখা জরুরী নয়।বরং যেকোনো কাপড় দ্বারা সমস্ত শরীর ঢেকে নিলেই পর্দার ফরয আদায় হয়ে যাবে।
মহিলাদের জন্য সকল রংয়ের পোষাক পড়া জায়েয আছে।পুরুষের জন্য খালিছ লাল এবং হলুদ রংয়ের পোষাক নিয়ে মতপার্থক্য বিদ্যমান রয়েছে।তবে বিশুদ্ধ মতানুযায়ী পুরুষদের জন্যও অনুমতি রয়েছে।তবে শর্ত হলো,মহিলাদের সাদৃশ্য না হওয়া।কিতাবুন-নাওয়াযিল-১৫/৩৩০,ইমদাদুল ফাতাওয়া-৪/১২৫, ফাতাওয়ায়ে রাশিদিয়্যাহ-৫৮৫)
لما فى الشامية ،ج:٦ص:٣٨٥
وكره لبس المعصفر والمزعفر الأحمر والاصفر للرجال مفاده انه لايكره للنساء
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহিলারা যেকোনো রংয়ের বোরখা পড়তে পারবে।মহিলাদের জন্য কাপড়ের রংয়ের কোনো বাধ্যবাধকতা নেই।তবে পর-পুরুষের আকর্ষণ জন্মে, এমন পোষাক বা এমন বোরখা পড়া যাবে না।বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/1090
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কালো বা অন্য নরমাল এমন কালার যা বেশ চকচক করে না,এমন কালারের পোষাকই বেশ আকর্ষণীয় হবে না বলে আপাতত মনে হচ্ছে।আকর্ষণীয় হচ্ছে কি না,সেটা অপর দুইজন মহিলার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন।শরীয়ত কিন্তু মহিলাদের পোষাক সম্পর্কে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করেনি।
(২)কালো ব্যতিত অন্য রঙ্গের বোরখা পড়লে যদি তাতে পর-পুরুষের আকর্ষণ না জন্মে তাহলে তাতে আপনার কোনো গোনাহ হবে না।
(৩) স্বামীর সাথে এই রকম বোরখা পরে বের হওয়া যাবে।
(৪)বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।
০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা।
বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা।
১০(১০*১২০০)দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এটা হলো প্রত্যেক মহিলার জন্য শরীয়তের পক্ষ্য থেকে সর্বশেষ নির্ধারিত মহর।যাকে শরীয়তের হক বলা হয়ে থাকে।এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না।সুতরাং বর্তমান হিসেব অনুযায়ী ৩,১৫০ টাকা এর নিম্নে মহর নির্ধারণ করা যাবে না।১০দিরহামের কম মহরের উপর স্ত্রী সন্তুষ্ট থাকলেও শরীয়ত মহিলার উপর মহরে মিছিল ওয়াজিব করবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/6879সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১০১ টাকা মহর রাখলে এজন্য বিয়ে বাতিল হবে না। বরং বিয়ে হবে, তবে মহরে মিছিল ওয়াজিব হবে। মহরে মিছিল সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/12694
(৫) যখনই মনে এসব আসবে, তখন আপনি আউযু বিল্লাহ পড়বেন। এবং অজু করে দু রাকাত নামায পড়বেন।