আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
341 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু 'আলাইকুম, যদি কোনো সফটওয়্যার বা কিছু ব্যবহার এর শর্তে কিছুটা এমন লেখা থাকে যে...কোনো বিচারের জন্য কোনো মানবরচিত আইন আইন এর কাছে যেতে হবে,তবে কি সেই সফটওয়্যার বা সেটা ব্যবহার করা যাবে? এন্ড্রয়েড ফোন এ কুরআন মাজীদ ও আরো বিভিন্ন এপ পাওয়া যায়। কিন্তু এন্ড্রয়েড এপ বানানোর জন্য এন্ড্রয়েড স্টুডিও এপ ইন্সটল করার আগে মানব রচিত আইনের কাছে যাওয়ার ব্যাপারে টার্মস এন্ড কন্ডিশন্স এ আছে,সেটা একসেপ্ট করলে কি কুফর হয়?টার্মস এন্ড কন্ডিশন্স একসেপ্ট করে কোনো এপ বানালে, বা কোনো কিছু ব্যবহার করলে কি কুফর হয়? উইন্ডোজ, ফেসবুক... এসব ব্যবহার এর জন্য তারা যদি কখনো এরকম শর্ত দেয় তখন কী করণীয়?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিচার ও বিচারক সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/623
https://www.ifatwa.info/5805 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,বিচার হয়তো তিন প্রকারের হতে পারে।যথাঃ- 
কুরআন-সুন্নাহ সম্ভলিত যে সমস্ত বিধি-বিধান রয়েছে,সেগুলো দ্বারা বিচার করা জায়েয।আর কুরআন সুন্নাহ বিরোধী বিচার করা নাজায়েয ও হারাম।

যে সকল বিষয়ে কুরআন-সুন্নাহ থেকে কিছুই বর্ণিত হয়নি,সে সমস্ত বিষয়ের বিচার কিভাবে করা হবে? এসম্পর্কে উলামায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে,
যেমন   https://www.ifatwa.info/623 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,
পাকিস্তান সরকারের গ্রান্ড মুফতী-
মুফতী শফী রহ সুরা নিসার ৫৯ নং আয়াতের তাফসীর করতে যেয়ে বলেনঃঐ সমস্ত হুকুম যা কোরআন-সুন্নাহে বর্ণিত নেই তাতে দু-রকম বিধি-বিধান রয়েছে (এক)যার সম্পর্ক  দ্বীন-ইসলামের সাথে তথা শরয়ী হুকুম-আহকামের সাথে।(দুই)যার সম্পর্ক সামাজিক নিয়ম শৃংখলার সাথে।
যেই সমস্ত বিধি-বিধানের সম্পর্ক সামাজিক নিয়ম-শৃংখলার সাথে তা বাস্তবায়ন করতে কোরঅান-সুন্নাহর আলোকে কোনো বাধ্যবাধকতা নেই বরং যার যেটা ভালো লাগবে সে সে অনুযায়ী আমল করতে পারবে বা ফায়সালা করতে পারবে।সুতরাং এক্ষেত্রে আইনপ্রনেতা ও বিচারকগণ সম্পূর্ণ স্বাধীন, স্থান-কাল বিবেচনা করে তারা যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
তাফসীরে মা'রিফুল কোরআন (উর্দু ভার্সন)-২/৪৫১

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
টার্মস এন্ড কন্ডিশন্স রোলে যদি কুরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা না থাকে, তাহলে এই টার্মস এন্ড কন্ডিশন্স মানতে নিষেধ নয়। এটা মানলে কুফুর হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...