বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বর্তমান সময়ে বাসায় টাকা-পয়সা রাখা অনেকটা অনিরাপদ।অন্যদিকে সুদ হারাম,এবং সুদী কাজে সাহায্য করাও হারাম।
তাই বলা যায় যে,এসমস্ত ব্যাংকে সেভিংস একাউন্টে টাকা রাখা যাবে না।কেননা তখন ব্যাংক কর্তৃত আইনগতভাবে উক্ত টাকা সুদী কারবারে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকে। যদিও ব্যাংক চাহিবামাত্র গ্রাহককে উক্ত টাকা দিতে বাধ্য থাকে।
এজন্যই উলামায়ে কেরাম পরামর্শ দেন যে,উক্ত ব্যাংক সমূহে কারেন্ট একাউন্ট খুলে টাকা রাখতে হবে।
কেননা কারেন্ট একাউন্টের টাকা আইনগতভাবে ব্যাংক ব্যবহার করতে পারেনা।
যদি কোনো কারণে ঐ সব সুদী ব্যাংক সমূহে কারেন্ট একান্ট খুলা দুস্কর হয়ে যায়,তাহলে সুদ গ্রহণ না করার শর্তে তাতে সেভিংস একাউন্ট খুলে টাকা রাখা যাবে।উলামায়ে কেরাম এ অনুমোদন দিয়েছেন।
(২)
ডিপি এস এর মূলধন তো হালাল,তবে এত্থেকে প্রাপ্ত যে ইন্টারেষ্ট রয়েছে,সেগুলো অবশ্যই হারাম।ডিপিএস এর লাভসহ টাকা দিয়ে যদি কেউ কোনো ব্যবস্যা খুলে,তাহলে যেহেতু ডিপিএসের মুলধন বেশী হবে সাধারণত,তাই এ ব্যবসাকে হারাম ব্যবসা বলা যাবে না। হ্যা ঐ যৎসামন্য ডিপিএস লাভ মালিকের জন্য হারাম বলেই সাব্যস্ত হবে।বরং এগুলোকে সদকাহ করে দিতে হবে।
(৩)
আপনার আম্মুর ভরণপোষণের দায়িত্ব আপনার বাবার।যদি কখনো বাবা অপারগ হয়ে যান,তাহলে স্ত্রী নিজেই নিজের ভরণপোষণেরর দায়িত্ব নেন, তাহলে তখন রুখসব থাকবে-
(৪)
আপনার পিতার হারাম উপার্জনের মালিক কেউ হবে না।বরং এ মালকে সদকাহ করে দিতে হবে।