জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
হ্যাঁ পড়া যাবে।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
তারাবিহ নামাজের ওয়াক্ত হলো ইশার নামাজের পর থেকে নিয়ে ছুবহে সাদিক তথা ফজর নামাজের ওয়াক্তের আগ পর্যন্ত।
ইশার নামাজের ওয়াক্তের ন্যায়।
,
ইশার নামাজের ওয়াক্ত সংক্রান্ত বিস্তারিত জানুনঃ
(০২)
ইশার নামাজের পর সুন্নাত নামাজ আছে।
সেই দুই রাকাত সুন্নাত আদায়ের পর বিতর নামাজের আগে নফল নামাজ পড়াই হলো নফল নামাজের উত্তম সময়।
,
এই সময় থেকে নিয়ে সারা রাত নফল নামাজের সময়।,
তবে সুন্নাত সমস্ত সমস্ত নফল নামাজের পর বিতরের নামাজ পড়ার কথা হাদীস শরীফে এসেছে।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم قَالَ " اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا " . - صحيح
ইবনু ‘উমার রাযিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিতরকে তোমাদের রাতের শেষ সলাতে পরিণত করবে।
বুখারী (অধ্যায় : বিতর, অনুঃ বিতরকে শেষ সলাত গণ্য করা, হাঃ ৯৯৮), মুসলিম (অধ্যায় : মুসাফিরের সলাত, অনুঃ রাতের সলাত দু’ দু’ রাক‘আত করে এবং তার শেষে বিতর এক রাক‘আত) আবু দাউদ ১৪৩৮)
এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগন বলেছেনঃ
তোমাদের শেষ সলাত (সালাত/নামায/নামাজ) হিসেবে বিতরের সলাত আদায় করো। (অর্থাৎ তাহাজ্জুদের শেষাংশে বিতর পড়)
তবে বিতর নামাজের পর অন্য কোনো নামাজ আদায় করলে সেটি আদায় হবেনা,বিষয়টি এমন নয়।
বিতর নামাজের পরেও নফল পড়া যাবে।
বিস্তারিত জানুনঃ
,
(০৩)
এমন কোনো বিধান শরীয়তে নেই।
,
(০৪)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ