বিসমিহি তা'আলা
জবাবঃ-
রাহিমাহুল্লাহু একটি দু'আ, যার অর্থ হলো, আল্লাহ তাকে রহম করুক।
সুতরাং যেকোনো জীবিত কিংবা মৃত মুসলমানের ব্যাপারে রাহিমাহুল্লাহু বলা যাবে।যদিও ব্যবহারিক ভাবে এই দু'আটি মৃতদের জন্য খাস হয়ে গেছে।তথাপি জীবিতদের বেলায়ও এই দু'আ কে প্রয়োগ করা যাবে।
প্রত্যেক মুসলমানের জন্য উচিৎ,সর্বদা একে অন্যর জন্য দু'আ করা।বিশেষ করে অনুপস্থিত কোনো ভাইর জন্য দু'আ করা।কেননা হাদীস শরীফে এসেছে, অনুপস্থিত কারো জন্য দু'আ করলে সেই দু'আ কে আল্লাহ তা'আলা তারাতারি কবুল করে নেন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.