আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (33 points)
reopened by

"আল্লাহ্ কবুল করেন" "আল্লাহ্ মাফ করেন" এভাবে না বলে 

এভাবে যদি বলা হয়" আল্লা কবুল করেন"  "আল্লা মাফ করে দেন।

অর্থাৎ 'আল্লাহ্ না বলে যখন বাংলায় দোয়া করি তখন আল্লা অনেকে বলি। এমনকি অনেক মাওলানারাও "আল্লাহ্ কবুল করেন " এভাবে না বলে "আল্লা কবুল করেন" এই ভাবে দোয়া করেন। প্রশ্ন হলো আল্লাহ শব্দ এর জায়গায় আল্লা বলে এভাবে দোয়া হবে কি না? 

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান হলো আল্লাহ শব্দ উচ্চারণের সময় শেষে হা উচ্ছারণ করতে হবে। নয়তো ভুল উচ্ছারণ হবে। 

আরো জানুনঃ  

পবিত্র কুরআন ও হাদীসের যে জায়গাতেই আল্লাহ শব্দ এসেছে,সমস্ত জায়গাতে আল্লাহ বলা হয়েছে,আল্লা বলা হয়নি।
সুতরাং আল্লা বলে ডাকা ভুল উচ্চারণ।   
,
সুরা ফাতেহার এক নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
    
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। 

সুরা হাশরের শেষ দিকে এসেছেঃ
 
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ ﴿٢٢ ﴾

তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। (সুরা হাশর ২২)

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٢٣ ﴾

তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ন্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র। (সুরা হাশর ২৩)

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٢٤ ﴾

তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। (সুরা হাশর ২৪)
,
★সুতরাং আল্লা বলে দোয়া করলে উচ্চারণ ভুল হবে।
তবে দোয়া হয়ে যাবে। 
কিছু আলেম সহ অনেকেই যে এ বাক্য এ ভাবে বলে মর্মে প্রশ্নে উল্লেখ রয়েছে,আসলে এতে তারা শেষে হা উচ্চারণ করে ঠিকই,তবে আস্তে উচ্চারণ এর কারনে তাহা শোনা যায়না।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (33 points)
তবে জেনে শুনে এভাবে "আল্লা মাফ করে দেন" জেনে শুনে (যেমন আমি এখন জানলাম) তাই আমি এভাবে দোয়া করলে কুফর হবে কি? কারন "আল্লাহ" না বলে "আল্লা" বলে দোয়া করলে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...