আসসালামু আলাইকুম
বেশ কিছুদিন যাব তালাক সংক্রান্ত আর্টিক্যাল পড়তে পড়তে মনে ভেতর এমন একটা ভীতি তৈরি হইছে যে ঠিকমত ঘুমাতেও পারছি না,,ঘুমের মধ্যেও উল্টাপাল্টা স্বপ্ন দেখছি
আমি জানি ঘুমন্ত ব্যক্তির তালাক কার্যকর হয়না,,তবে তন্দ্রাছন্ন ব্যক্তি যে ঘুমের ঘুরেই আছে কিন্তু ছটফট করছে বা আশপাশের পরিবেশ উপলব্ধি করতে পারছে, কিন্তু সে ইচ্ছে করেও জাগ্রত হতে পারছে না, সে জাগার জন্য বা স্বপ্ন না দেখার জন্য ছটফট করছে,, কিন্তু সে কোনটাই করতে পারছে না, এমন ব্যক্তির স্বপ্নে দেখা তালাক কি কার্যকর হবে?
২ঃ-কোন ব্যক্তির স্ত্রী যদি এমন কথা বলে যে তুমি যদি অমুক কাজটা কর বা আমি যদি এ কাজটা করি তাহলে তালাক হয়ে যাব,,এমন কথার পরে উক্ত স্বামী বা স্ত্রী যদি উক্ত কাজটা করেন তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?