বিসমিহি তা'আলা
জবাবঃ-
যৌনশিক্ষার সম্পর্ক বিয়ের সাথে।আর বিয়ের সাধারণত বয়স হল, ছেলেসন্তান বালেগ হওয়া।সাধারণত ছেলের জন্য স্বপ্নদোষ-কে এবং মেয়ের জন্য হায়েয-কে বালেগ হওয়ার আ'লামত নির্ধারণ করা হয়ে থাকে।
সুতরাং সন্তান বালেগ হওয়ার হওয়ার পরেই তাকে যৌনশিক্ষা দেয়া উচিৎ।যেহেতু তাকে এই মাত্রই বিয়ে দেয়া হবে।কেননা প্রত্যেক কাজের দিকে অগ্রসর হওয়ার পূর্বে ঐ কাজের হালাল-হারাম সম্পর্কিত যাবতীয় বিধি-বিধান জানা অগ্রসরমান ব্যক্তির জন্য ফরয।
শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-৪৩৪
অাল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.