বিসমিহি তা'আলা
জবাবঃ-
যাকাত একটি ইবাদত।আর ইবাদত সমূহের মধ্যে এটাই মূলনীতি যে,ইবাদত সমূহকে শুরু করার পূর্বেই সে ইবাদতের নিয়্যাত করতে হবে এবং করাই জরুরী।কিন্তু আপনি তো আপনার বন্ধুকে যাকাতের নিয়তে উক্ত মাল দেননি।তাই এখন যাকাতের নিয়ত করলেও যাকাত আদায় হবে না।
হ্যা আপনি এটা করতে পারেন যে,আপনার উক্ত বন্ধু যদি যাকাত গ্রহণের শরয়ী উপযোক্ত থাকে,তাহলে প্রথমে কিছু টাকা যাকাত হিসেবে দিয়ে দেন,হস্তগত করার পর সাথে সাথেই তার কাছ থেকে উক্ত টাকাকে উসূল করে নেন।(কিতাবুল-ফাতাওয়া-৩/৩২৫)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.