বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)সাদাকাহ কাউকে জানিয়ে দিতে হবে না। বরং নিজের নিয়তে সাদাকাহ এর কথা থাকলেই হবে।
(২) কেউ মিথ্যা বলে আপনার কাছ থেকে সাদাকাহ নিয়ে নিলে আপনি এর সওয়াব পাবেন। আপনার সওয়াবে কোনো কমতি হবে না।
(৩) জ্বী, মাদরাসার গরীব এতিম ছাত্রদেরকে আপনি কাফফারার টাকা দিতে পারবেন। অনলাইনে কোনো মাদরাসার খোজ মিললে, তাতেও আপনি দান করতে পারবেন।
(৪) আপনি নও মুসলিম কোনো পরিবারকেও কাফফারার টাকা দিতে পারবেন। কাফফারা কিভাবে আদায় করতে হয়, এ সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/102(৫) আল্লাহ যাদের জোড়া সৃষ্টি করেছেন, তাদেরকে দুনিয়াতে জোড়া গ্রহণের সুযোগ দেয়া হবে। তারা জোড়া গ্রহণের পূর্বে কখনো মৃত্যু বরণ করবে না। আর যাদের তাকদীরে জোড়া লিখা হয়নি, তারা দুনিয়াতে জোড়া গ্রহণ করবে না। বরং এর পূর্বেই তারা মারা পড়বে। যদি তারা জান্নাতে যায়, তাহলে তাদেরকে জান্নাতে জোড়া গ্রহণের ব্যবস্থা করা হবে। যারা জাহান্নামে যাবে, তাদেরকে কোনো নিয়ামতই দেয়া হবে না। তাদেরকে স্ত্রী দেয়া হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/5365(৬) জ্বী জায়েয হবে। তবে এভাবে কাউকে নির্দিষ্টভাবে পাওয়ার দুআ না করে, বরং নিজের জন্য সর্বদা ভালোর দুআ করাই উত্তম।
আল্লাহ তা'আলা বলেন,
.............. وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
..........পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।(সূরা বাকারা-২১৬) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/11434