আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায,
রমজান মাসে বা বিভিন্ন সময় দলগত ভাবে কুরআন খতম দেয়া হয়। ১৫-২০ জন বা তার বেশি লোক মিলে নিজেদের মধ্যে ৩০ পারা ভাগ করে নিয়ে কোরআন খতম দেয়। অনেক সময়় এইটা করা হয়়় কোনো নির্দিষ্ট বিষয় এর জন্য, যেমন করোনা মহামারী থেকে উত্তরনের জন্য বা ইত্যাদি কারনে। এইটা করা কি বিদআত হবে?