আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
330 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (5 points)
edited by
আসসালমুআলাইকুম,

প্রিয় উস্তায আমি ইভ্যালি নামক অনলাইন প্লাটফর্মে একটি বাইক অর্ডার দেই এখন ইভ্যালি সোর্সিং সমস্যা দেখিয়ে একই কোম্পানির অন্য বাইক নিতে বলছে যেটা অর্ডারকৃত বাইক থেকে ৮০,০০০/- কম দাম, যেহেতু কম দামের বাইক দিচ্ছে সেহেতু সাথে আরো ৩০,০০০/- এর চেক বা ইভ্যালির ব্যালেন্স এ ৩০,০০০/- ক্যাশব্যাক দিতে চাচ্ছে। এখন আমি জানতে চাচ্ছিলাম আমি যদি কম মূল্যের এই বাইক ও সাথে ৩০,০০০/- এর চেক নেই তাহলে কি এটা আমার জন্য বৈধ হবে?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


এ টাকা আপনারই,সুতরাং এটি গ্রহন করতে শরীয়তের বিধানগত দিক থেকে কোনো সমস্যা নেই।
,    
এই ৩০০০০ টাকা ক্যাশব্যাকের ক্ষেত্রে উভয়ের সন্তুষ্টি আছে কি না নেই?সেদিকে অত্যান্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে,
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ

তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা(২৯)

{یٰٓاَیُّہَا الَّذِیْنَ آمَنُوْا اَوْفُوْا بِالْعُقُوْدِ} [المائدۃ: ۱]

হে ঈমানদার!   তোমরা লেনদেন ঠিকঠাক ভাবে পরিপূর্ণ করো।  

ویشترط في ذٰلک رضا العاقدین۔ (الفتاویٰ الہندیۃ ۴؍۴۱۱)

এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি শর্ত। 

আরো জানুনঃ 
,
★প্রশ্নে উল্লেখ রয়েছে যে আপনি ইভ্যালিতে যে বাইক অর্ডার দিয়েছেন, এখন ইভ্যালি সোর্সিং সমস্যা দেখিয়ে একই কোম্পানির অন্য বাইক নিতে বলেছে, যেটা অর্ডারকৃত বাইক থেকে ৮০,০০০/- কম দাম, যেহেতু কম দামের বাইক দিচ্ছে সেহেতু সাথে আরো ৩০,০০০/- এর চেক বা ইভ্যালির ব্যালেন্স এ ৩০,০০০/- ক্যাশব্যাক দিতে চাচ্ছে।
,
এই ক্যশব্যাকের টাকা আপনারই মালিকানা টাকা,সুতরাং এটি গ্রহন করতে শরীয়তের বিধানগত দিক থেকে কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...