বিসমিহি তা'আলা
জবাবঃ-
গোসল ফরয অবস্থায় কুরআন-কে স্পর্শ করা বা কুরআন তেলাওয়াত করা এবং মসজিদে প্রবেশ করা নাজায়েয। এছাড়া অন্য কিছু নাজায়েয হওয়ার বিষয়ে কুরাআন-হাদীসে কোথাও বর্ণনা আসেনি।যেহেতু নামাযে কুরআন তেলাওয়াত করতে হয়,তাই তখন নামায পড়াও নিষিদ্ধ।
সুতরাং আপনি গোসল ফরয অবস্থায় বিভিন্ন দু'আ পড়তে পারবেন।কুরআনের আয়াতের কোনো অংশকে দু'আর নিয়তে তখন পড়তে পারবেন।
কিতাবুল-ফাতাওয়া-২/৬৬
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.