ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
প্রতিউত্তরে আমরা বলেছিলাম যে,
যখন মায়ের বর্তমান স্বামী সন্তানদেরকে অান্তরিকতার চোখে দেখবে।মহব্বত করবে।মমতা দেখাবে।তখন মায়ের ঐ স্বামীকে সন্তানরা বাবা বলে ডাকতে পারবে। কেননা বাবা শব্দ হাকিকি পিতার সাথে খাস নয়।বরং চাচাকেও বাবা বলে ডাকা যায়।এর প্রমাণ হিসেবে আল্লাহ তা'আলার বাণীকে পেশ করা যায়।
قَالُواْ نَعْبُدُ إِلَـهَكَ وَإِلَـهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَقَ إِلَـهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব। তিনি একক উপাস্য।(সূরা বাকারা-১৩১)
দেখেন উক্ত আয়াতে আল্লাহ তা'আলা, ইসমাঈল আঃ কে ইয়াকুব আঃ এর পিতা বলছেন।অথচ ইসমাঈল আঃ হলেন, ইয়াকুব আঃ এর চাচা।এজন্য বলা হয় যে, প্রত্যেক সম্মানী বৃদ্ধ নিকটবর্তীকে বাবা বলে ডাকা যায়।মায়ের বর্তমান স্বামী যার নিকট সন্তাদিগণ লালিতপালিত হচ্ছে,তার উপর পিতার সজ্ঞা আরোপিত করা যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সম্মান প্রদর্শনের নিয়তে চাচার স্ত্রীকে বড় মা/ ছোট মা বলে ডাকা নাজায়েয হবেনা।
তবে যেহেতু সমাজে সাধারণত চাচার স্ত্রীকে চাচি বলেই সম্বোধন করা হয়, তাই তাকে চাচি বলেই সম্বোধন করা উত্তম ও উচিৎ। কেননা তখন পরিচয়ের ক্ষেত্রে সুবিধে হবে। প্রথমত প্রত্যেক জিনিষের পৃথক একটা নাম হবে। দ্বিতীয়ত অপরিচিত কারো সামনে পৃথক ব্যখ্যার কোনো প্রয়োজন পড়বে না।আল্লাহ-ই ভালো জানেন। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/2365
(২)
"যাও আব্বুর কাছে যাও" একথার অর্থ হল, যাও তোমার আব্বুর কাছে যাও। সুতরাং এমনটা বলা জায়েয আছে। বা আমরা যদি এখানে বলি যে, এখানে স্ত্রী তার স্বামীকে আব্বা বলে ডাকছে, তাহলেও কোনো সমস্যা হবে না, কেননা স্ত্রী কর্তৃক যিহার হয়না। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/509