আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
331 views
in পবিত্রতা (Purity) by (49 points)
edited by
১.পবিত্রতা অর্জন করা মানে কি ওযু করা?

২. কুরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। এই পবিত্র মানে নাপাক থেকে পবিত্র নাকি ওযু করে পবিত্র হওয়াকে বুঝায়?

৩.প্রস্রাব-পায়খানার পর শরীরে কিংবা জামা-কাপড়ে ছিটা না লাগলে কি পবিত্র বলে বিবেচিত হবো নাকি ওযু করলে পবিত্র হিসেবে বিবেচনা করা হবে?
৪.ওযুর সময় নাকে পানি দেয়ার সময় কি পানি টেনে নিতে হয় নাক দিয়ে?

৫.ফরজ গোসল শুরু করার পর যদি প্রস্রাব-পায়খানা করা হয়;তবে কি আবার শুরু থেকে গোসল করতে হবে?

৬.আযানের পর দোয়া করার জন্য কি ওযু করা আবশ্যক? হাত তুলে দোয়া করতে হবে? মাথায় কাপড় দিতে হবে? নির্দিষ্টভাবে বসতে হবে?

৭.ইফতারের আগে দোয়া করার সময়ে ওযু থাকা আবশ্যক?  এবং হাত তুলে দোয়া করতে হবে?

1 Answer

+1 vote
by (657,800 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
ফিকহের পরিভাষায় পবিত্রতা অর্জন করা মানে যদি অযু ভেঙ্গে গিয়ে থাকে,তাহলে অযু করা।
যদি গোসল ফরজ হয়ে থাকে,তাহলে গোসল করা।  
,
পায়খানা পেশাব নাপাকি থেকে পরিস্কার হওয়াকে আভিধানিক অর্থে পবিত্র হওয়া বলে।
,
(০২)
এখানে অযু করে পবিত্র হওয়া উদ্দেশ্য।  
,
সুরা ওয়াকিয়াহ এর ৭৯ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ   
ﻟَّﺎ ﻳَﻤَﺴُّﻪُ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﻄَﻬَّﺮُﻭﻥَ
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।

হাদিস শরীফে এসেছে

 - مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ  أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللهِ لِعَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ لاَ يَمَسَّ الْقُرَآنَ إِلاَّ طَاهِر،
ٌ،)رقم الحديث 680(

তরজমাঃ- হযরত আমর ইবনে হযম রাঃবলেন,ঐ কিতাব যা আল্লাহর রাসুল সাঃ আমর ইবনে হযমের সাথে নাজরান প্রেরণ করছিলেন তাতে এটাও তিনি লিখে দিয়ছিলেন যে, কোরআনকে প্রবিত্রতা ব্যতীত  কেউ স্পর্শ করতে পারবে না।

হাদীস শরীফে এসেছে  

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنَّ اللهَ يَرْفَعُ بِهٰذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِه اٰخَرِينَ

উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন। আবার অন্যদেরকে করেন অবনত।

(মুসলিম ৮১৭, ইবনু মাজাহ ২১৮, আহমাদ ২৩২, দারিমী ৩৪০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১২৫, শু‘আবূল ঈমান ২৪২৮, সহীহাহ্ ২২৩৯)
,
(০৩)
হ্যাঁ এতে আপনার শরীর পোশাক পাক পবিত্র।
তবে তবে নামাজ কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য যেই পবিত্র হতে হয়,সেটি অযু করলে অর্জন হবে।
,
(০৪)
নাকে  পানি দেওয়া সুন্নাত,পানি টেনে নেওয়া সুন্নাত নয়।
তবে এমনটি করা যাবে,কোনো সমস্যা নেই।
,
(০৫)
এক্ষেত্রে ইসলামী স্কলারদের  দুই রকমের মত আছে। 
সতর্কতা মূলক পূর্ণাঙ্গ গোসল আবার করে নিবেন।
,
আরো জানুনঃ
,
(০৬)
এগুলোর কোনোটিই আবশ্যক নয়।
তব অযু করে,হাত তুলে দোয়া করা দোয়ার আদব  । 
,
(০৭)
না আবশ্যক নয়।
তবে তাহা দোয়ার আদব  । 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 153 views
0 votes
1 answer 150 views
0 votes
1 answer 71 views
...