বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আমরা সহীহ মুসলিম খুজে
২৬৫৫ নং হাদীস হিসেবে নিম্নোক্ত হাদীস পেয়েছি,
কুতায়বা ইবনু সা’দ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমযানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তার ইন্তেকালের পর তার সমধর্মিগীগণও ইতিকাফ করতেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি পূর্ণ হাদীস কমেন্টে উল্লেখ করুন।জাযাকুমুল্লাহ।
(২)
আল্লাহ তা'আলা প্রথমে বলছিলেন,
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنْ الْكَافِرِينَ
যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব।
যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো, অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হল,কিন্তু ইবলীস; সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
অতঃপর আবার আল্লাহ তা'আলা বলেন,
قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ
আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন?
(৩)
আল্লাহর চোখ রয়েছে,তবে কি রকম চোখ? চোখের আকার কি রকম? তা আল্লাহ-ই ভালো জানেন।
(৪)
ভালো কাজ চায় ছোট্ট হোক বা বড় হোক,সবগুলোকেই করতে হবে।