আসসালামুয়ালাইকুম। জনৈক মহিলার ৩দিন হায়েয থাকে এবং এর পরের ১দিন অল্প- অল্প হয়। বন্ধ হলে গোসল করে পবিত্রতা অর্জন করার পর আবার খুব সামান্য দেখতে পায়।এসময় সে নামায,রোযা থেকে বিরত থাকে।এরপর আবার শ্যাম্পু - গোসল করে পবিত্র হাওয়ার পর আবার সন্দেহবশত সামান্য দেখতে পায়।এরূপ হতে থাকলে ওই নারীর কি করা উচিৎ। যেটুকু সময় হায়েয বন্ধ থাকে তখন সে আবার পবিত্র হয় নামায,রোযা আদায় করতে হবে?কিংবা এজন্য কি তার কোনো পাপ হবে কেননা সে নিশ্চিত নয়।