বাংলাদেশে বসবাসরত আমার একজন বোন যে এলাকায় বসবাস করেন সেখানে থেকে আজানের শব্দ শোনা যায় না,বিধায় আজান এবং ইকামাতের মধ্যবর্তি সময়ের দুয়ার জন্য App ব্যবহার করেন,App এ যোহরের সালাতের সময় দুপুর ১২টায়(কিছু সময় আগে পরে),প্রশ্ন হচ্ছে যোহরের নামাজের আজান এবং ইকামাত উনি কিভাবে হিসেব করবেন যেহেতু আমাদের দেশে আজান সহ যোহরের সালাত প্রায় দুপুর ১টার সময় হয়?