জবাবঃ-
ইন্টারফেইথ ডায়ালোগ অর্থ কি? বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক আলোচনা, আন্তঃধর্মীয় সংলাপ।
এর দ্বারা আসলে কি বোঝায়? সব ধর্ম মিলে একটি ধর্ম প্রতিষ্ঠা করা, নাকি সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরস্পর সহযোগিতা মূলক মানসিকতা রাখা, কোনটি বোঝায়?
আলাপ-আলোচনা করে একসাথে বসবাস করা এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা যদি উদ্দেশ্য হয় তাহলে একরকম। আর যদি সব ধর্ম মিলিয়ে আরেকটি নতুন ধর্ম গড়ে তোলা হয় উদ্দেশ্য, তাহলে আরেক। পৃথিবীতে দুই রকম চিন্তাই আছে। অনেকে আছে মানবতাবাদের নামে সব ধর্মকে মিলিয়ে একটি ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, এটা অবাস্তব এবং অসম্ভব একটি চিন্তা। কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু আরেকটি চিন্তা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসে পরস্পর আলোচনা করা এবং সমাজে বিশৃঙ্খলা না হয় এবং সুন্দর ভাবে বসবাস করতে পারে সে বিষয়ে আলাপ-আলোচনা পরিকল্পনা করা। আন্তঃধর্মীয় সংলাপের এই অর্থে শারয়ী দৃষ্টিকোণ থেকে কোন সমস্যা তো নেই। আসলে ইন্টারফেইথ থেকে কোনটি বোঝায়? আরবি তে حوار الاديان বলা হয়। যার অর্থ আলাপ আলোচনা। اتحاد الاديان নয়।
না বুঝে অনেকেই পারস্পরিক আলোচনাকেও অপছন্দ করছে, অথচ বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসে আলোচনা করা অবৈধ কিছু নয়। আল্লাহ নিজেই এ অর্থে ইন্টারফেইথের দাওয়াত দিয়েছেন
قل يااهل الكتاب تعالوا الى كلمة سواء بيننا وبينكم الا نعبد الا الله...
(২)
সময় কথা বলবে অথবা সময় সবকিছু ঠিক করে দিবে এই ধরনের কথা বলা যদি এ উদ্দেশ্যে হয়,যে সময়কে যেহেতু আল্লাহ নিয়ন্ত্রণ করেন,তাই একথার অর্থ হল,ভবিষ্যৎ কি হবে,তা একমাত্র আল্লাহই জানেন।এ হিসেবে নিন্দনীয় হবে না।
(৩)
সৌভাগ্যের সংখ্যা বা ডিজিট(Lucky number) বলে কিছু নাই।এগুলো কুফরি মতবাদ।
(৪)
জুম্মার নামায ফরয।কেননা তা জোহরের স্থলাভিষিক্ত। বাড়িতে জুম্মা পড়া যাবে না।জুম্মার পূর্বে ও পরে ৪ +৪ করে সর্বমোট দশ রাকাত।