বিসমিহি তা'আলা
জবাবঃ-
ইসলামকে ভালভাবে জানতে অনেক বিষয়ে পারদর্শী হতে হবে।সর্বপ্রথম আরবী ভাষা জানতে হবে।কেননা কুরআন হাদীসকে ভালভাবে অধ্যায়ন করতে হলে আরবী ভাষা জনার কোনো বিকল্প নাই।ইসলাম সম্পর্কে মোটামোটি পর্যায়ের কিছু জানতে নিম্নোক্ত বিষয়ের সম্মক ধারণা থাকতে হবে।
(১)
কুরআন তরজমা,উসূলে তাফসীর বা তাফসীর অধ্যায়নের মূলনীতি, এবং প্রয়োজনীয় তাফসীর।
এ সম্পর্কে জানতে......
(ক)তাওযীহুল কুরআন কুরআন- বাংলা(মুফতী তাকী উসমানী),
(খ)আল ফাউযুল কাবীর-বাংলা(শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহ),
(গ)মা'রিফুল কুরআন-বাংলা(মুফতী শফী রাহ অধ্যায়ন করতে পারেন।
(২)
হাদীস তরজমা,উসূলে হাদীস বা হাদীস অধ্যায়নের মূলনীতি।
এ সম্পর্কে জানতে.......
(ক)নুখবাতুল ফিকর-বাংলা (ইবনে হাজর আসক্বালানী রাহ),
(খ) মিশকাতুল মাসাবিহ অধ্যায়ন করতে পারেন।
(৩)
উসূলে ফিকহ বা ফিকহ অধ্যায়নের মূলনীতি এবং ফিকহ ইসলামি।
এ সম্পর্কে জানতে.......
(ক)উসুলুশ-শাশী(বাংলা)
(খ)নুরুল ঈযাহ(বাংলা)
(গ)কুদুরি(বাংলা)
(ঘ)ফাতাওয়ায়ে আলমগিরি (বাংলা) অধ্যায়ন করতে পারেন।
(৪)
ইসলামি ইতিহাস সম্পর্কে জানতে......
সিরাতু খাতামিল আম্বিয়া-বাংলা(মুফতী শফী রাহ)
সিরাতে মুস্তাফা-বাংলা (ইদরিস কান্দলবী রাহ)
আল-বেদায়া ওয়ান-নেহায়া-বাংলা(ইবনে কাসীর রাহ)
অধ্যায়ন করতে পারেন।
উপরোক্ত বিষয়গুলোর উপরোক্ত কিতাবাদি অধ্যায়ন করে নিলে ইসলাম সম্পর্কে মোটামোটি একটা ধারণা হবে ইনশা আল্লাহ।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.